আল মামুন
কথা ছিল অধিকার দেবে গোলাপ ফুল জুটিয়ে দেবে,
ভালোবেসে হাসিয়ে দেবে সুখ সাগরে ভাসিয়ে দেবে,
সমান ভাবে হাসতে দেবে জোঁয়ার ভাটায় ভাসতে দেবে,
মুখ ফুটিয়ে বলতে দেবে, বুক ফুলিয়ে চলতে দেবে।
তজ্জনীর ইশারা ভালোবেসে, প্রাণ যে দিলাম হেসে,
পরিজন রেখে মৃত্যু মুখে দেশের তরে গেলাম ঝুঁকে।
লক্ষ প্রাণের তাজা শোকে আজও মরে স্বজন দুখে,
প্রতারণার বিজয় শোকে চিৎকার লুকায় লোকে।
বাড়লো শুধু ইটের খুটি পাই না খুঁজে ক্ষুধার রুটি,
মুখ চেপেঁ ধরলো টুটি বিজয় আবার নিলো ছুটি।
শিয়াল-শকুন বাঁধলো জুটি বিজয় নিয়ে করলো গুটি,
আমজনতা ছুনোপুটি শিয়াল খায় বিজয় লুটিপুটি।
পরগাছা দিয়েছে শাস্তি গিয়েছি মোরা ক্ষ্যাপে,
উপড়ে দিয়েছি শিকড় আঘাত করেছি মেপে।
রক্তের সাগর পেরিয়ে সাধের বিজয় পাইনি কভু,
সোনার বিজয় আবার খাচ্ছে ডুবে নতুন নতুন প্রভু।
চেতনার খামে লুটেরাজ নামে গোপনে করে ফন্দি,
রক্তের বিজয় লুটে খায় শেয়াল করে নানান সন্ধি।
পাবে না পার লুটেরা আর জনতা করবে বন্ধি,
সে দিন নয় বেশি দূরে ধুমড়ে মুছড়ে ভাঙ্গবে সন্ধি।
আবার আমরা করবো আঘাত শিয়াল-শকুনের তরে,
সোনার ফসল আনবো মোরা সবুজ-শ্যামল ঘরে।
বিজয়ের আলো ছড়িয়ে দিয়ে গোছাবে কালো আঁধার,
আবার শিকড় উপড়ে দেবো করলে মিথ্যা-মেকি ধাঁধার।