মাজেদুল হক
খেলার বয়সে তুমি শুধু বলে ছিলে,
এসো আমরা দু’জন খেলা করি মিলে ;
তোমায় ছাড়া খেলি না-
তুমি কি বুঝ না ?
মিলেমিশে খেলিতাম আমরা দু’জন,
সেদিন বুঝেছি তুমি কত যে আপন ।
ছুটির দিনে যখন আমায় দেখিতে ,
মা-বাবা কে ফাঁকি দিয়ে গোপনে আসিতে ;
চলো মেঠোপথে ঘুরি-
কিযে লুকোচুরিঃ-
এ পাড়া ও পাড়া কত বাড়ি হেঁটেছি,
গোসল করিতে গিয়ে সাঁতার কেটেছি।
চৌকাঠ পেরিয়ে তুমি বাড়ির সামনে ,
নিজেকে আড়াল করে দাঁড়িয়ে কাননে;
আগ্রহে দিয়েছ উঁকি-
তুমি বড় খুকিঃ-
আমায় দেখিতে যেন লুকোচুরি খেলা ,
কতটুকু ভালোবাস বুঝেছি অবেলা।
কিশোর বয়স এলো মনে শিহরণ ,
সকলেই জেনে গেল কিছু বিবরণ;
সমাজ হয়েছে বাধা-
সুপথেও কাদাঃ-
হৃদয় সাগরে ওঠে অগণিত ঢেউ,
কে দিল কাঁটার বেড়া জানি নাতো কেউ ।