কাউসার হামিদ শ্রাবণ
মাগো আমায় লাল-সবুজের
নিশান এনে দিও,
সেই নিশানা দিয়ে আমি
শালু বেঁধে নিবো।
শহীদ মোদের চেতনাতে
অমর হয়ে থাকো,
কষ্ট পেয়ো না আমরা তোমার সন্তানেরা কভু ভুলিনিকো।
মাগো আমি সালাম দিতে
বকুল পাড়ায় যাবো,
সেথায় নাকি আছেন শুয়ে লক্ষ বীরের দেহ।
জিয়ারতের দোয়ায় আমি হবো মশগুল,
বুকে হাত দিয়ে তবে
দেবো প্রণাম ফুল।
মাগো তুমি বলো আমায়
বীর ছেলেরাই তারা?
ইশকুল এর-ই বই পড়েছি,
৭১এ প্রাণ দিয়েছেন যারা।
লোকে মুখে কত শুনি
তাদের গুনগান,
পাকহানাদের বিরুদ্ধে
যারা করলো জীবন দান।
মাগো বলেন হ্যাঁ রে খোকা
ঠিক শুনিছিস তবে,
মারলো কত নিরস্ত্র কে
২৫শে মার্চ রাতে।
তাইতো বাঙাল আমরা সবাই
ঠিক থাকিনি ভয়ে,
ভয়ের তরে ক্ষ্যাপা হয়ে
জম ধরেছি সবে।
মাগো আমি আবার যদি
যুদ্ধে যেতে চাই!
শহিদ হলে দিয়ো আমায়
তোমার কোলেই ঠাই।
নইলে মাগো আসবো ফিরে
বীরের বেশে তোমার কোলেতে,
তোমার জন্য কপাল বেঁধে
লাল-সবুজের শালু উড়িয়ে।