ইমরান খান রাজ
শত বাঁধা কাটিয়ে, শত্রুকে হটিয়ে
বাংলার সাহসী সন্তানেরা,
নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর
লাল-সবুজের পতাকা উড়ালো।
বাংলার মাটিকে হায়নাদের আঁচড় থেকে
রক্ষা করার জন্য জীবন উৎসর্গ করে,
হাজারো মায়ের বুক খালি হলো,
তীব্র আর্তনাদে ! ব্যাপক অশ্রুপাতে !
আমরা পেরেছি, হেসেছি আজ
স্বাধীন দেশের পতাকা হাতে নিয়ে,
বিজয়ের উল্লাসে মাতোয়ারা হয়ে,
নতুনভাবে চলো গড়বো বাংলাদেশ।