এমডি এস সোহাগ, খানসামা( দিনাজপুর) প্রতিনিধিঃ
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) অধ্যয়নরত শিক্ষার্থীদের সংগঠন খানসামা উপজেলা ছাত্র পরিষদের (রুকুসা) নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে গতকাল রাত ১১টায়।
কমিটি অনুমোদন দেয় রুকুসা’র সাধারণ সম্পাদক জোবায়ের আহমেদ ও অন্যঅন্য দায়িত্বপ্রাপ্ত সদস্যবৃন্দ
আংশিক কমিটি নয় সদস্য বিশিষ্ট করা হয়েছে।
ক্যাম্পাস খুললে পূর্ণাঙ্গ কমিটি হবে বলে জানান কমিটিতে দায়িত্বপ্রাপ্তরা
সভাপতিঃআনাস রহমান, সহ-সভাপতঃফিরোজ আহমেদ, মসহ-সভাপতিঃমনিরা আক্তার, সাধারণ সম্পাদক : ফাহিম আহমেদ, যুগ্ম -সাধারণ সম্পাদকঃমেফতারুল জান্নাত, যুগ্ম-সাধারণ সম্পাদকঃহাবিবুর রহমান, সাংগঠনিক সম্পাদকঃনির্মল রায়, সাংগঠনিক, সম্পাদকঃরাব্বী’কুল রিয়াদ, প্রচার সম্পাদকঃজামিয়ার রহমান
কমিটি অনুমোদন দেওয়ার এখতিয়ার একমাত্র রানিং কমিটির সভাপতি সেক্রেটারির।
তাছাড়া অন্য কারো এ এখতিয়ার নাই বলে জানিয়েছেন চলমান কমিটিতে থাকা দায়ীত্বপ্রপ্তা সদস্যগণ।