সম্পাদনায় :- মেহজাব আহমেদ প্রবাল
একদিন বিকেল বেলায় বাগানে বেড়াতে বেরিয়েছেন রাজা কৃষ্ণচন্দ্র সাথে গোপাল ভাড়।
কিছুক্ষন পর হাটতে হাটতে একবার রাজা কৃষ্ণচন্দ্র গোপালের হাত চেপে ধরলেন এবং আস্তে আস্তে মোচড়াতে লাগলেন।
গোপাল এই অবস্থায় পড়লেন মহা মুষকিরে না পারছেন কিছু বলতে না পারছেন কিছু করতে। অত্যাগ গোপাল আরো কিছু সময় পর আর থাকতে না পেরে বলে বসলেন
গোপাল :- মহারাজ আমার হাত সম্পূর্ন নির্দোষ,ওকে এই বেলা রেহাই দিন।
কৃষ্ণচন্দ্র অনেকটা কটু সুরে
রাজা :-গোপাল জোড়ে করে ছাড়িয়ে নাও দেখি।
গোপাল মহারাজের কথা বুজলেন তারপরও বললেন
গোপাল :- তা মহারাজ আমি সেটা করলে যে বেয়াদবি হবে।
কৃষ্ণচন্দ্র বুজলেন হাসির ছলে
রাজা :- গোপাল তা হলে আর হাত ছাড়ছি না।
অগত্য গোপাল কি আর করবে অবস্থার বেগতি দেখে তাই তখনই যে রোগের যে দাওয়াই বলে রাম নাম জপতে থাকলেন।
রাজা :-এতে কি আর কাজ হবে গোপাল ? দাওয়াই কোথায় তোমার?
গোপালও ছাড়বার পাত্র নয়
গোপাল :- রাম নাম জপাই তো মোক্ষম দাওয়াই।
রাজা :- এর মানে কি গোপাল?
গোপাল :- তা মহারাজ আমি পিতামহ, প্রপিতামহের আমল থেকে শুনে আসছি, রাম নাম জপলে ভূত ছাড়ে।
এই কথা শোনা মাত্র মহারাজ কৃষ্ণচন্দ্র গোপালের হাত ছেড়ে দিলেন সঙ্গে সঙ্গে,
আর হাসতে লাগলেন।