এম ইফতিমাম মুরাদ
ও আমার চাঁদনী ভরা
জোছনা রাতের আলো
জানলেনা বুজলেনা
তোমায় কতো বাসি ভালো
ও আমার লুকিয়ে থাকা
মেঘের ফাঁকে এক পশলা বৃষ্টি
তুমি কি জানো আমার জন্য
তোমায় করছে সৃষ্টি?
ও আমার শীতের কাঁথা
গায়ে জড়ানো মলিন মনের চাদর-
তুমি কি জানো হৃদয়ে রেখে
কতো যে করি আদর!
ও আমার তপ্ত খরায়ে
চৈতী বনের ছায়া
তুমি কি জানো তোমার জন্য
আমার কতো মায়া !
বুজে এ মন অনুভবে
করবে কখন খুশি ?
সারা জীবন অন্তর দিয়েই
তোমায় ভালবাসি।
(সংক্ষিপ্ত)