গতকাল ছিল রমজানের প্রথম জুমার আর এই দিনটি প্রতিটা মুসলমানের কাছে খুবই গুরুত্বপূর্ন তাই তো সকল প্রকার কাজ রেখে মহান আল্লাহ পাকের নৈকট্য লাভের আশায় ছুটে যায় পবিত্র ঘর মসজিদে। গতকালও তার ব্যতিক্রম ছিল না সারা দেশের সকল মসজিদ সমূহ ছিল মুসল্লি দ্বারা কানায় কানায় পূর্ন। দেশের বিভিন্ন বিভাগ,জেলা ও উপজেলা প্রতিনিধিদের পাঠানো খবর নিয়ে তৈরি ডেস্ক রির্পোট।
রাজধানী ঢাকার প্রতিটি মসজিদে পবিত্র রমজানের প্রথম দিন শুক্রবার জুমার নামাজ হওয়ায় মুসল্লিদের প্রচন্ড ভিড় ছিল। মহানগরীর বেশির ভাগ মসজিদে জায়গা সংকুলান না হওয়ায় বাইরে রাস্তায় নামাজ পড়তে দেখা যায়।
আগত মসজিদের ছাদ, বারান্দা এবং আশপাশের সড়কে চটের ছালা ও জায়নামাজ বিছিয়ে নামাজ আদায়ের ব্যবস্থা করা হয়। নানা শ্রেণি-পেশা ও বয়সের মানুষ এক কাতারে দাঁড়িয়ে জুমার নামাজ আদায় করেন। সকাল ১১টার পর সব পথ যেন মসজিদমুখী হয়ে যায়। মসুল্লিরা জুমার নামাজ আদায়ের জন্য মসজিদমুখী হন।
রাজধানী ঢাকার বাইরে বন্দরনগরী চট্টগ্রাম, রাজশাহী, খুলনা,যশোর, বগুড়াসহ প্রতিটি বিভাগীয় শহর, জেলাশহর, উপজেলা শহর এমনকি গ্রামগঞ্জের মসজিদের একই চিত্র দেখা গেছে।
দেশের প্রতিটি মসজিদে জুম্মার নামাজের সময় এমন অবস্থা ছিল।
প্রথম রমজান হওয়ায় গতকাল জুমার নামাজ শুরু হওয়ার দুই ঘণ্টা আগ থেকে মুসল্লিরা মসজিদের হাজির হতে শুরু করেন। ইমামরা খুৎবায় রমজানে জুমাবারের ফজিলত ও গুরুত্ব তুলে ধরেন। জুমার ফরজ দুই রাকাত ও বাকি নামাজের পর বিশেষ মোনাজাতে হয়েছে প্রায় প্রতিটি মসজিদে।
রমজান মুসলমানদের জন্য তাৎপর্যপূর্ণ মাস আর রমজানের মাসে জুমার নামাজের বিশেষ গুরুত্ব রয়েছে। তাই নামাজ শেষে মোনাজাতে সবার কল্যাণ কামনা করা হয়।
বিশেষ করে মহাখালীস্থ মসজিদে গাউছুল আজম, বাইতুল মোকাররম জাতীয় মসজিদ, হাইকোর্ট জামে মসজিদ, লালবাগ শাহী মসজিদ, চকবাজার শাহী মসজিদ, মগবাজারের চাঁদ মসজিদ সহ রাজধানীর গুরুত্বপূর্ণ মসজিদগুলোতে মুসল্লিদের ব্যাপক সমাগমের চিত্র দেখে।
রাজধানীর মিরপুর, মোহাম্মদপুর, মতিঝিল, পান্থপথ, গুলশান, যাত্রাবাড়ী, বাংলাবাজার, আজিমপুরসহ প্রায় সব এলাকার ছোট-বড় সব মসজিদেই ছিল মুসল্লিদের প্রচন্ড ভিড়। শহর ঘুরে দেখা গেছে সড়কের পাশের মসজিদগুলোয় ভেতরে মুসল্লিদের সংকুলান না হওয়ায় তা ছড়িয়েছে মূল সড়কে।
এ কারণে দুপুর সোয়া ১টা থেকে প্রায় পৌনে ২টা পর্যন্ত রাজধানীর অনেক সড়কই ছিল প্রায় বন্ধ। কোথাও হালকা বৃষ্টি কোথাও প্রখর রোদ মাথায় নিয়েই সড়কে মুসল্লিরা নামাজে দাঁড়িয়ে জুমার নামাজ আদায় করেছেন।
চট্টগ্রাম প্রতিনিধি জানায়, মাহে রমজানের প্রথম দিনে প্রথম জুমায় নগরীর মসজিদগুলোতে মুসল্লির ঢল নামে। মসজিদ ছাড়িয়ে জামাতের কাতার আশপাশের সড়ক পর্যন্ত বিস্তৃত হয়। ইমাম ও খতিবরা খুৎবায় মাহে রমজানের ফজিলত বর্ণনা করেন। নামাজ শেষে দেশ-জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
বন্দর নগরীর আন্দরকিল্লা শাহী জামে মসজিদ, জমিয়াতুল ফালাহ জামে মসজিদ, লালদীঘি জামে মসজিদ, মসজিদে বায়তুশ শরফ, এনায়েত বাজার শাহী জামে মসজিদ, কাজির দেউড়ি জামে মসজিদ, মুরাদপুর মসজিদে বেলাল, বহদ্দারহাট জামে মসজিদ, চকবাজার অলিখাঁ জামে মসজিদ, চন্দনপুরা জামে মসজিদ, জাম্বুরি ময়দান জামে মসজিদ, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ কেন্দ্রীয় জামে মসজিদ, হযরত আলী শাহ জামে মসজিদ, চান্দগাঁও আবাসিক এলাকা জামে মসজিদসহ মহানগরী ও জেলার প্রতিটি মসজিদে ছিল মুসল্লিদের উপচেপড়া ভিড়।
ধর্মপ্রাণ মানুষ জুমার নামাজ শেষে পিতা-মাতা ও মুরব্বিদের কবর জিয়ারত করেন।
রাজশাহী প্রতিনিধি জানান, রমজানের প্রথম রোজা ও জুমা ছিল গতকাল শুক্রবার। রাজশাহীর মসজিদগুলোতেও ছিল মুসল্লিদের ঢল। শাহ মখদুম দরগাহ জামে মসজিদে দূর-দূরান্ত থেকে নামাজ পড়তে ছুটে আসেন মুসল্লিরা। মসজিদের ভেতরে জায়গা না পেয়ে মুসল্লিদের মসজিদের বাইরেও বেশ কয়েকটি কাতারে নামাজের জন্য দাঁড়াতে দেখা যায়।
বরিশাল প্রতিনিধি জানায়, সুন্দর মনোরম আবহাওয়া মধ্য দিয়ে রমজানের প্রথম জুমা নামাজ শুরু হয় দেশের দক্ষিণাঞ্চলের এ জেলাটিতে। রমজানের প্রথম দিনের জুমায় বরিশাল মহানগরীসহ সমগ্র দক্ষিণাঞ্চলের মসজিদগুলোতে মুসল্লিদের রেকর্ড সংখ্যক ভিড় ছিল লক্ষণীয়।
বরিশাল মহানগরীর প্রতিটি মসজিদেই ছিল মুসিল্লদের উপচেপড়া ভিড়। এমনকি মসজিদগুলোর সামনে যানবাহন নিয়ন্ত্রণে পুলিশও মোতায়েন করতে হয়।
বরিশাল মহানগরীর জামে এবাদুল্লাহ মছজিদ, কেন্দ্রীয় জামে কসাই মসজিদ, বায়তুল মোকাররম মসজিদ, পুলিশ লাইন্স মসজিদ ও সদ্য নির্মিত মডেল মসজিদসহ দক্ষিণাঞ্চলের পাঁচ সহস্রাধিক মসজিদে রমজানের প্রথম জুমায় মুসল্লিরা জুমার নামাজ আদায় করেনে।
বগুড়া প্রতিনিধি জানায়, এবার রমজানের প্রথম দিনটিই শুরু হলো জুম্মার নামাজ দিয়ে। যার ফলে বগুড়ায় এবার মসজিদগুলো ছিল উপচে পড়া মুসল্লিদের ভিড়।
রমজানের প্রথম জুম্মায় এবার বগুড়ায় সবচেয়ে বড়ো জামাত অনুষ্ঠিত হয় মহাস্থানের শাহসুলতান বলখী (রহ.) এর মাজার মসজিদে। আনুমানিক তিন সহস্রাধিক মুসল্লি এ জামাতে শরিক হন।
যশোর প্রতিনিধি জানায়, রমজানের প্রথম জুমার নামাজ আদায় করতে যশোরসহ আশে পাশের জেলাগুলোর মসজিদসমূহে মুসল্লিদের উপচেপড়া ভিড় নজর কেড়েছে সবার।
কুমিল্লা প্রতিনিধি জানায়, প্রথম তারাবি নামাজের মধ্যদিয়ে রোজার আনুষ্ঠানিকতা শুরু হয়। তেমনি গতকাল শুক্রবার রোজার প্রথমদিনের প্রথম জুমার নামাজে ছিল মুসল্লিদের উপচেপড়া ভিড়।
সাতক্ষীরা প্রতিনিধি, রমজানের প্রথম দিন সাতক্ষীরা বৃষ্টি থাকলেও বেলা ১২টা নাগাদ বৃষ্টি কিছুটা কমে যায়। এরপরই সাতক্ষীরা জেলার অধিকাংশ মসজিদে মুসল্লিরা নামাজের জন্য প্রবেশ করেন। দুপুর ১টা নাগাদ মসজিদের ভেতরে তিল ধারনের জায়গা না থাকায় ধর্মপ্রাণ মুসল্লিরা উত্তর গেটের বাইরের সিঁড়ি ও রাস্তায় নামাজ আদায় করেন।