নিজস্ব প্রতিবেদনঃ
চর্যাপদ সাহিত্য একাডেমির মহাপরিচালক ও জেমকন সাহিত্য পদক পাওয়া কবি রফিকুজ্জামান রণির জন্মদিন উপলক্ষ্যে ফোকাস মোহনা পত্রিকা অফিসে কেক কাটা ও কবিতা পাঠ অনুষ্ঠানে আয়োজন করা হয়।

চর্যাপদ সাহিত্য একাডেমি লাব্রেরিয়ান আইরিন সুলতানা লিমার উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথী হিসাবে উপস্থিত ছিলেন কবি নুরুন্নাহার মুন্নী সভাপতি চর্যাপদ সাহিত্য একাডেমি, আহ্বায়ক দিলীপ ঘোষ বিশিষ্ট হাওয়াইন গিটার শিল্পী আরো উপস্থিত জয়ন্তি ভৌমিক, খাদিজা আক্তার তানহা, ওমর ফারুক প্রিন্স, আবদুল বারেক,তন্নী আক্তার, নাজমুল হাসান,চর্যাপদ চেয়ারম্যান আসাদুল্লাহ কাহাফ,সাবেক যুবলীগ নেতা টিটু, সাংবাদিক শান্ত, সাংবাদিক কবি রাসেল ইব্রাহিম,পাঠক সংবাদের সম্পাদক রনি ও বাতায়ন24ডটকম এর প্রকাশক আজম পাটোয়ারী ও আমন্ত্রিত আরো অনেক অতিথীবৃন্দ।

অনুষ্ঠানে আমন্ত্রিত কবি লেখকগন স্বরচিত কবিতা আবৃত্তি করেন এবং কবি রফিকুজ্জাম রণীর সার্বিক সাফল্য কামনা করেন।

এই সময় আজম পাটোয়ারীর প্রথম কাব্যগ্রন্থ ক্লান্তির মানচিত্র অতিথীদের ও একটি পাঠাগারের জন্য উপহার দেয়া হয়।