সামিমা হুসাইন সানি
আজ বহুবছর হয়ে গেল দেখা হয়না তোমার সাথে,
তুমি থাকো পদ্মার ওপার আমি থাকি এপারে।
সেই যে দীর্ঘ জার্নি লঞ্চ ডুবির পর,
ভেবেই নিয়েছিলাম বেঁচে হয়তো আর ফিরবোনা।
সেই থেকেই সপথ নেওয়া আর কখনো নদী পাড়ি দেবনা,
এভাবেই কেটে গেল বছরের পর বছর,
এই ভেবে বসে আছি আবার কবে হবে দেখা?
পদ্মায় যখন নির্মাণ হবে সেতু থাকবে গাড়ির আনাগোনা।
চিঠির পর চিঠি এসে ভরে গেছে ডাকঘর,
অন্যকারো চিঠি ঠায় পেতনা তোমার চিঠি আসতো ভরপুর,
এখন তো আর নেই চিঠির যুগ
তাই চিঠি নিয়ে আসেনা আমার খোঁজে কোন ডাক মাষ্টার।
মোবাই টেলিফোনের ভীরে হারিয়েছে সব,
কতনা রঙ্গে, কতনা ডঙ্গে লিখতে চিঠি আমার পানে।
এখন আর সেই ভালবাসা প্রকাশ পায়না টেলিফোনে,
তাইতো চিঠিগুলো রেখেছি আজ ও সযতনে।
যদি আবার কখনো দেখা হয় তোমার সনে,
সেই রঙ্গিল খামে পাঠানো চিঠিগুলো মেলে দেখাবো তোমাকে।
কত আবেগ, ভালবাসা, অনুভূতি ছিল প্রতিটা খামে,
এখন মোবাইল- টেলিফোন এসে সবটা গেছে হারিয়ে।
হয়তো তুমি এতদিন থাকবেনা আমার পথ চেয়ে,
অন্য কারো বুকে খুঁজবে সুখ থাকবে তাকে ঘীরে।