কে এ বিপ্লব
কথা না বলা আর না বলা
কিংবা অদেখায় কি যায় আসে,
দেহ জুড়েই যার বসবাস
পোড়ায় অনুভবে দাহ তুষে।
হলুদ খামের উড়ো চিঠি
নেই ডাক পিয়নের ঝুলিতে,
নীল খামেও নাকি ধরেছে খরা
শ্বেত পট শুন্য আঁচড় হীন কালিতে।
অতৃপ্ত কামনায় অপেক্ষায় নিশি
ডাক পিয়নের খোলা হাত,
হয়নি পাওয়া ধুসর খামে চিঠি
ভুলো মন এভাবেই যাচ্ছে দিন রাত।
ঢাকা, বাংলাদেশ
রচনা কাল: ১২, অক্টোবর ২০২০