ইমরান খান রাজ (স্টাফ রিপোর্টার)
ঢাকার দোহার উপজেলার মুকসুদপুর ইউনিয়নের দুবলি বাজারে শান্তির অভিযাত্রী ছাত্র ও সমাজকল্যাণ সংগঠনের উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও সচেতনতামূলক কর্মসূচি সম্পন্ন হয়েছে। শনিবার দুপুর দুই ঘটিকা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত কার্যক্রম পরিচালিত হয়। উক্ত কর্মসূচির মাধ্যমে স্থানীয় দুই শতাধিক লোকের রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। এছাড়াও ওজন পরিমাপ ও ব্লাড প্রেসার পরিমাপ করা হয়।
দুইটি বুথে রক্তের গ্রুপ নির্ণয় কার্যক্রম চলে। দুই বুথে টেকনেশিয়ান হিসেবে দায়ীত্ব পালন করেন যথাক্রমে মুক্তি ক্লিনিক এর কর্মকর্তা মো. তানজিল হাসান এবং অত্র সংগঠনের প্রচার সম্পাদক ও কর্মসূচির যুগ্ম-আহ্বায়ক রফিকুল ইসলাম জয়। উক্ত অনুষ্ঠানের উদ্ভোদন করেন ধীৎপুর সিটি সেন্টারের কর্ণধার শেখ মো. শহিদুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন শান্তির অভিযাত্রী সংগঠনের সভাপতি মো. সালমান মাহমুদ, সহ-সভাপতি তাজওয়ার মুহাম্মদ মুনির, সাধারণ সম্পাদক মো. মামুন হোসেন, আদনান মাহমুদ, মো. নাঈম, দেলোয়ার হোসেন, জাহাঙ্গীর হোসেন, আলহক হোসাইন, সেলিম আশ্রাফ, ওমর ফারুক, ফরহাদ হোসেন, আবু বকর, ইব্রাহিম খান, ইয়াসিন আরিয়ান, সেলিম শিকদার, রোকন হোসেন, আরাফাত হোসেন বাঁধন, মো. রনি, মো. ওবায়দুল ইসলাম প্রমুখ।