খোরশেদ আলম বিপ্লব।
বঙ্গ জননী শুনছো কি তুমি?
মসজিদ থেকে আযানের ধ্বনি,
গির্জা কিংবা প্যাগোডায় বসে ধ্যানী
মন্দির থেকেও আসছে উলুধ্বনি।
মাগো ঐ তর্জনী আমায় ডাকে
এবারের সংগ্রাম “মুক্তির সংগ্রাম”,
আবাল বৃদ্ধ বনিতা পথে-প্রান্তরে
দুর্বার আহবানে মুখরিত স্লোগান।
খাল-বিল-নদী-নালা সবুজ অরণ্যে
ছিন্ন করব পরাধীনতার নাগপাশ,
আকাশে বাতাসে তীব্র গর্জনে সব
বাংলা আমার রবোনা পরাধীনতার দাস।
জাতির দুর্দিনে বন্দী মহান নেতা
সেলের ভিতরে ও স্বপ্নের ছবি আঁকা,
একদিন খোলা নবদিগন্তে উড়বে
রক্তার্জিত লাল সবুজের পতাকা।
শোষণ মুক্ত মা মাটি দেশের
ব্রতে সবাই মিলে রবো আপন,
কিন্তু! ১৫ আগষ্ট স্বদেশী শত্রুর নগ্নতায়
৩২ এ হলো বাংলার রক্তস্নান।
আহা কি লজ্জায় নত করে মুখ
ভাসিয়েছে বুক অঝোর নয়নে,
গোটা বিশ্ব স্তম্ভিত হীন তাণ্ডবে
যে ত্যাগী তাকেই মারলো কুটিল পণে?
আজি প্রার্থনা মোর স্রষ্টার দ্বারে
মঙ্গল দীপ জ্বালিয়ে দাও অন্তরে
সে ছিল সে রবে চির অম্লান,
সে জাগ্রত শেখ মুজিবুর রহমান।