হায়েনারা ঢুকলো দেশে
করলো আইন জারি,
উর্দু হবে রাষ্ট্রভাষা
বাংলা দাও ছাড়ি।
মায়ের কোলের সোনার ছেলে,
রফিক,সালাম,বরকত ভাই
গর্জে ওঠে বীরবাঙ্গালী
রাষ্ট্রভাষা বাংলা চাই।
কেঁদেছিল আকাশ,
বারুদের গন্ধে ভেসেছিল বাতাস।
দিগন্ত কাঁপিয়ে এসেছিল সব
ছাত্র-মজুর-কুলি,
ফিরে যেতে পারে কেউ,
ফিরেছিল শুধুই তাঁদের নিথর দেহগুলি।
ধন্য মোরা ধন্য
তাঁদের ত্যাগের জন্য।
সৃষ্টির মাঝে অমর তাঁরা
বাংলার প্রান্তরে,
স্মৃতির দুয়ার রইবে খোলা
মোদের অন্তরে।
কবিতা:নিসর্গের রাজ্যে
কবি:প্রণব শর্মা
ইচ্ছে হয় যেন হারিয়ে যাই
যেথায় পাখনা মেলে বিহঙ্গের ঝাঁক
মনের কথা কয়,
মৃদু পুষ্পের সুবাস নিসর্গের গানে
স্বপ্নের দখিনা বাতাস বয়।
শিশির কণার সংস্পর্শের
সোনালী ধানের শীষে,
যেথায় চৈত্রের দমকা হাওয়ায়
মধুমালতীর ঘ্রাণ আসে।
হিমালয় কন্যার চাওয়াই-মহানন্দার তীরে
যেথায় বইছে নির্মল স্রোতের ঢেউ,
এমনি করে হারিয়ে যাব একদিন অজানার রাজ্যে
খুঁজিয়া পাইবে না মোরে কেউ।
হয়তো বা দেখিবে
মৃত্তিকার অনুভবে দুলিতেছে কিশলয়,
ডানা ঝাঁপটিয়ে উড়িতেছে এক ঝাঁক বিহঙ্গ
ঐ দূর নীল আকাশে,
তাহাদের মাঝে ফিরিয়া আসিব আমি
এই স্নিগ্ধ পরিবেশে।