সামিমা হুসাইন সানি
অনেক ইচ্ছে ছিল ছবি আঁকবো
রং তুলির মাঝেই ভিবর থাকবো
মাঝে মধ্যে নানা রকম রঙ্গে নিজেকে সাজাবো
যখন যে রং ইচ্ছে হবে
সে রঙ ই গায়ে মাখবো
ভেবছিলাম তোমায় নিয়ে ছবি আঁকবো
পায়ে আলতা খোপায় ফুল
হাতে রেশমি চুরি গায়ের বধুর
দুজন হাতে হাত রেখে হাটবো
যাবো হারিয়ে অচেনা পথে বহুদূর
তোমার ছলনা ভরা মোন
বুজতে লেগেছে অনেকক্ষন
তুমি চলে গেলে হাতটি ছেরে
তাই ছবি আঁকাটাও আজ দিয়েছি ছেড়ে
রং তুলিটাও রেখেছি সযতনে
আবার যদি আসো ফিরে এই ভাঙ্গাঘরে
এই ভেবে আছি বসে তোমার অপেক্ষাতে
আবার আঁকবো ছবি রং তুলি দিয়ে একসাথে