মেহের আমজাদ
বন্দী জীবন মুক্তি পেলে
কে না বলো হাসে
পরমপ্রিয় স্বাধীনতা
সবায় ভালোবসে।
পরাধীনের শিকল ছিড়ে
বীর বাঙ্গালী তাই
একাত্তরে স্বাধীনতার
আন্দোলনে যায়।
কৃষক-শ্রমিক বীর জনতার
আন্দোলনের মুখে
স্বৈর শাসক পাক হানাদার
চালায় গুলি বুকে
বীর বাঙ্গালী দমেনিকো
ভয় করেনি তাতে
পণ ছিল যে স্বাধীনতা
নেবেই এবার হাতে।
পাক সরকার স্বাধীনতা
দিতে কি আর চাই
বীর বাঙ্গালীর সাথে তখন
বাধলো যে লড়াই,
কতনা শহীদ বুকের তাজা
রক্ত দিলো ঢেলে
শ্যামল-সবুজ এই জমিনে
প্রতিবাদী মশার জে¦লে,
ন’মাস ধরে যুদ্ধ শেষে
ফিরলো সবায় ঘরে
যুদ্ধ জয়ের গর্ব নিয়ে
স্বাধীনতা হাতে করে।