রাম জোয়াদার,কোটচাঁদপুর,ঝিনাইদহঃ
আজ বুধবার বিকালে কোটচাঁদপুর মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের আয়োজিত উপজেলা ও পৌর আওয়ামীলীগের বিশেষ বর্ধিত সভায় এ কথা বলেন ঝিনাইদহ জেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হাই এমপি।
তিনি বলেন, জিততে দরকার ঐক্যের ভিত। এ ভিত শক্ত করে আগামী ৩০ জানুয়ারী পৌর সভা নির্বাচনে নৌকার প্রার্থীকে জয়ী করতে হবে।
সভায় সভাপতিত্ব করেন, কোটচাঁদপুর উপজেলা আওয়ামলীগের সভাপতি শরিফুননেসা মিকী। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাইদুল করিম মিন্টু,ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য এ্যাডঃ শফিকুল আজম খান চঞ্চল,পৌর আওয়ামীলীগের আহবায়ক ফারজেল হোসেন মন্ডল,উপজেলা ভাইস চেয়ারম্যান রিয়াজ হোসেন,মহিলা ভাইস চেয়ারম্যান সাদিয়া আক্তার পিংকী, জেলা যুবলীগের আহবায়ক আসফাক মাহমুদ জন।
বর্ধিত সভায় বক্তারা বলেন,বড় দলে লবিং থাকবে। কিন্তু প্রতীকের যেই পাক তাঁর পক্ষে কাজ করতে হবে। এ কারনে ৩০ জানুয়ারীর পৌর সভা নির্বাচনে সব ভেদাভেদ ভুলে গিয়ে নৌকা প্রতীকের প্রার্থীকে বিজয়ী করতে দলের সর্ব স্তরের নেতা-কর্মীকে আহবান করেছেন।