আইরিন সুলতানা লিমা
আমি ছুঁলে মেঘের মধ্যে জ্বলে অগ্নিশিখা
আমি ছুঁলে সুখগুলো হয়ে যায় দুঃখরেখা
আমি ছুঁলে সাদা বক হয়ে যায় কালো
আমি ছুঁলে দিনটাকে রাতের দিকে ঢালো
আমি ছুঁলে কিছুই রয় না ভালো
আমি ছুঁলে ফুরিয়ে যায় সব আলো
আমি ছুঁলে কুমারি তার সতীত্ব হারায়
আমি ছুঁলে শিশুরা সব লুপ্ত হয়ে যায়
আমি ছুঁলে প্রাণের শহর প্রাণটা হারায়
আমি ছুঁলে দয়ার সাগর নির্দয় হয়ে যায়
আমি ছুঁলে ভিতর কিংবা বাহির
মহামারী ধেয়ে আসে বাজায় শোকের বীণ
আমি ছুঁলে অলস দুপুর
ব্যস্ততায় হয়ে যায় মলিন
আমি ছুঁলে সাগর তার বিশালতা হারায়
আমি ছুঁলে পাহাড় তার গৌরব নিয়ে শঙ্কায়
আমি ছুঁলে শ্লেষ্মা ঝরে শুষ্ক নাক গড়িয়ে