চিত্তরঞ্জন সাহা চিতু
যার জন্য একটি পতাকা
যার জন্য ভাষা,
যার জন্য এই বাঙালীর
জুড়ায় মনের আশা।
যার জন্য তারার মেলা
চন্দ্র সূর্যোর আলো ,
যার জন্য ভাবতে হৃদয়ে
বড্ড লাগে ভালো।
যার জন্য যুদ্ধ হলো
স্বাধীন হলো দেশ,
যার জন্য বুঝেছে শকুন
একাত্তরে শেষ।
যার জন্য আকাশ বাতাস
আজও স্বাক্ষি আছে,
যার জন্য নীল কালো লাল
ফুল ফোটে গাছে গাছে।
যার জন্য সব কিছু পাওয়া
আমরা যে তার ভক্ত,
সেই নেতাটি বঙ্গবন্ধু
দিয়ে গেল শেষ রক্ত।