শিউলী মজুমদার
এই পৃথিবী ছেড়ে একদিন তোমার আগেই আমি চলে যাব।
কোনো এক কাকডাকা ভোরে তোমায় জাগিয়ে তুলবো আমি,
তোমায় নিয়ে লেখা কবিতাগুলো পড়ে শুনাতে।
যে কবিতাগুলো আমি তোমায় নিয়ে লিখেছি আজ অবধি।
প্রচন্ড আবেগে, মান অভিমানে, হাসি কান্নায় প্রতিটি শব্দ বেধেঁছি।
তুমি বিরক্তিসুরে এড়িয়ে যাবে।
আমি আবার বায়না করবো,
তোমায় নিয়ে লেখা কবিতাগুলো আমায় পড়ে শুনাতে।
তুমি আবার বিরক্তিসুরে বলবে ঘুমাও তো, এতো সকালে উঠতে তোমায় কে বলল!
তোমার যত্তসব অদ্ভুত বায়না!
আমি ঘুমাতে গিয়ে তোমায় আবার জাগিয়ে তুলবো, ওপারে যাওয়ার বেলায় বিদায় দিতে।
তুমি তখন তড়িঘড়ি করে আমার ডায়েরি খুঁজবে, আমায় কবিতা শুনাবে বলে।
ততক্ষণে হয়তো আমি চলে যাব ওপারে।
তারপর তুমি প্রতিদিনই খুঁজে খুঁজে তোমায় নিয়ে লেখা আমার কবিতাগুলো পড়বে।
যতটা আবেগে আমি লিখেছি ঠিক ততটা আবেগে।