যশোর জেলার রাজগঞ্জ ঝাপার বাওড়ের উপর ভাসমান সেতু হয়ে উঠেছে পর্যটন কেন্দ্র।
বিভিন্ন এলাকা থেকে নানা বয়সের মানুষ আসে এখানে একটু অবসর সময় কাটাতে।
গতকাল বৃহস্পতিবার কয়েকজন শিক্ষার্থী মিলে ঘুরতে যায় ঝাপা বাওড়ে।
একপর্যায়ে চলন্ত নৌকা থেকে তিন যুবক সাতার কাটার উদ্দেশ্যে লাফ দেয় পানিতে।
পানিতে লাফ দেওয়ার পরেই এক যুবক নিখোজ হয়।
গতকাল রাত পর্যন্ত অনেক খোজাখুজি করলে মেলেনি যুবকের ডুবে যাওয়া যুবকের সন্ধান।
অবশেষে আজ শুক্রবার মিলে নিখোজ যুবকের মৃতদেহ। দীর্ঘ ২৭ ঘন্টা পরিশ্রমের পর উদ্ধারকারী ডুবুরি দলের হুমায়ুন কবির তার মৃত দেহ খুজে পায়।
এই সময় পুরো এলাকায় তা ছড়িয়ে পড়লে মানুষের মাঝে এক আতংক বিরাজ করে এবং লাশ উদ্ধারের পর আত্নীয় স্বজন সহ সবার মাঝে শোকের ছায়া নেমে আসে।