আসমা আক্তার কাজল
যদি ফিরে আসো
দ্বার দেব খুলে,বুকে নেব তুলে।
যদি ফিরে আসো
ভুলে যাবো পিছনের সব কথা
তুমি হবে আমার আগামীর পথচলা।
যদি ফিরে আসো
হৃদয়ের রাজ পথ সাজাবো রক্ত গোলাপ দিয়ে,
শ্লোগানে মুখরিত হবে সেথা
তোমার ফিরে আসার আনন্দে।
যদি ফিরে আসো
চোখের কোনে জমে থাকা অশ্রু দিয়ে
মুছে দেব তোমার সব কলঙ্ককে,
ভালোবাসার ছোঁয়া দিয়ে
তোমাকে করব নিষ্পাপ ও পবিত্র।
যদি ফিরে আসো
কিংবা ফিরে আসার প্রতিশ্রুতি দাও
তবে হৃদয়ে জমে থাকা সমস্ত আঁধার
হৃদয়ের রশ্মি দিয়ে পুনরায় আলোকিত করব।
আর আমার মনের বসন্ত বাতাস যখন
স্পর্শ করবে তোমাকে,
তখন শুধুই এগিয়ে যাওয়া সম্মুখে
পৃথিবীর সব বাধা উপেক্ষা করে
প্রেম- ভালোবাসায় চলতে থাকবো আমরা দু’জনে
অজানা স্বর্গীয় সুখের সন্ধানে।