সাইদ খান
যদি কারো মন চাও
চোখের ভাষা আগে বুঝে নাও।
যদি কারো দেহ চাও
মনের দখল আগে নাও,
এই মন যার সবই যে তার
এ কথা কেন ভুলে যাও ।
যদি কারো ধন চাও
মনের মতো আগে হও ,
এ মন যাকে চায়
সব তাকে দেয়া যায়
এ কথা মনে রেখো সবাই।
যদি কারো মন চাও
চোখের ভাষা আগে বুঝে নাও।
পাবে তুমি যার মন
সে হবে তোমার আপন জন।
যদি থাকে সে কাছে কিবা দূরে।
যদি কারো মন চাও
চোখের ভাষা আগে বুঝে নাও।
যদি কারো দেহ চাও
মনের দখল আগে নাও।
এই মন যার সবই যে তার
এ কথা কেন ভুলে যাও।