আসমা আক্তার কাজল
যখন তুমি আমার ছিলে
তখন যেখানেই যেতাম
ভীষণ আনন্দ বোধ হতো।
মনে হতো,
পৃথিবীর সব উৎসব যেন
আছে আমাকে ঘিরে,
পাখিরা যেন তার বাস ভূমি ছেড়ে
চলে আসতো আমাকে গান শোনাতে।
যখন তুমি আমার ছিলে
কষ্ট বলে কোনো শব্দ ছিলেনা
আমার জীবনের অভিধানে।
যখন তুমি আমার ছিলে
নতুন নতুন আশার বীজ বুনতাম
স্বপ্নের চরণ ভূমিতে।
যখন তুমি আমার ছিলে
ভালোবাসা ছিলো অজস্র
শূন্যতা ছিলোনা কোনো খানে।