পলি
এইটা কি?
মোমের প্রদীপ
এমন কেনো?
গলছে দেখ !
এর মূল্য কত ?
সে হিসেব রাখিনা তো ,
রোজ সাঁঝেতে জ্বালাও কেনো
কিছু আলো ধার নিতে ,
এমন আলো দিয়ে কি করবে !
শক্তি আর সাহস সঞ্চয় করব ।
মোম থেকে কি শক্তি পাওয়া যায় ?
মোম তো একটা নরম শিশা ,
আগুন দিলে গলে পরে
মোমের উপর নরম ভিতর শক্ত !
এই যে দেখ নিজে পুড়ে আলো দেয়
পুড়তে জানে পরাতে ও জানে ,
জ্বালাতে ও জানে ,
অন্ধকারকে আলোকিত করতে ও জানে ।