সৌমেন দেবনাথ
(যশোর)
মূল্য ছাড়ে মাংস কিনে
খেলাম তো আমি ঘোল,
খাসির নামে কসাই মশায়
দিলো ধাড়ি ছাগল।
মূল্য ছাড়ে জুতো বিক্রি
গোল বেঁধেছে ভীড়ে,
দু কদম না হাটতেই শখের
জুতো গেছে ছিঁড়ে।
মূল্য ছাড়ে টিভি কিনি
দেখবে বৌ আর খোকা,
টিভি চলে শো শো শব্দে
দেখি ঝিঝি পোকা।
মূল্য ছাড়ে জামা কিনি
দেখতে মিঠে মিঠে,
বাড়ি এসে পরে দেখি
পকেট একটা পিঠে।
মূল্য ছাড়ে খাট কিনেছি
ভীষণ খুশী জায়া,
পরে দেখি লক্ষ্য করে
খাটের তিনটে পায়া।
মূল্য ছাড়ে মিষ্টি কিনে
দৌঁড়ে এলাম বাড়ি,
আটাতে নয়, আঠায় তৈরি
আটকে গেছে মাড়ি।
মূল্য ছাড়ে মাছ কিনেছি
কিনবো কেনো ঠকে?
পঁচার গন্ধে পঁচার বৌও
দিয়ে গেলো বকে।
মূল্য ছাড়ে বই কিনেছি
শুনে অন্যের বাণী,
বইয়ের পাতা উঁইয়ে খাওয়া
হলাম না আর জ্ঞানী।
মূল্য ছাড়ে কিনি বলে
লোকে বলে বাজে,
ঠকার পাল্লা ভারি বেশি
জিতিও মাঝে মাঝে।