আইরিন সুলতানা লিমা
পিছলে যাওয়ার ধুম পড়েছে-
ধরা খাওয়ার দুম পড়েছে!
লুটেরাদের দম ফুরিয়েছে,
কে কতটা লুট করেছে?
কে বা কত ঝুট বলেছে?
গর্ত থেকে সাপ বেরিয়েছে,
লোপা টোপা সব ফেঁসেছে!
লোকালয়ে যেই এসেছে-
অমনি সে কাবু হয়েছে!
মাঠে নারী যেই বেরিয়েছে-
অমনি সে মান হারিয়েছে-
মানবাধিকার ঠিক তখনি-
লজ্জা পেয়ে মুখ লুকিয়েছে!
সেলিম মিয়ার কীর্তি দেখে-
জনগণ সব খেই হারিয়েছে,
পরের জায়গায় ঘর বেঁধেছে-
নিজের জমি সব খুইয়েছে,
অনিশ্চয়তার বেড়া-জালে
নিজেদেরকে বন্দি করেছে!
ওই যে শিশু পথের ধারে
না খেয়ে দিন কাটালো-
যে নারীটি গৃহের ভেতর
রোজ নিয়মে মার খেলো-
মানবাধিকার তাদের কাছে
না ছুটিল না জুটিল…
গাজী মিয়ার আরাম বালিশে-
টাকার পাহাড় যেই গড়ালো-
মানবাধিকার ঠিক তখনি-
আরামসে ঘুমিয়ে রইলো।