চিত্তরঞ্জন সাহা চিতু
মুজিব মানে লাল সবুজের
মানচিত্র গড়া
বুকের মাঝে শক্তি সাহস
আন্দোলনের ছড়া।
মুজিব মানে বীরের জাতি
মুক্তিসেনার দল,
একাত্তরে যুদ্ধে পাগল
দুরন্ত চঞ্চল।
মুজিব মানে পিচঢালা পথ
রক্তে ভেজা লাল,
ডিসেম্বরে বিজয় নিশান
সমুদ্র উত্তাল।
মুজিব মানে তুমি ও অামি
বাংলা ভাষাভাষি
শ্রদ্ধাভরে তাই নেতাকে
আমরা ভালোবাসি।