রামপাল (বাগেরহাট) প্রতিনিধি : আহাদুর জামান ।
বাগেরহাটের রামপাল উপজেলার বিভিন্ন ইউনিয়নে মুজিব বর্ষ উপলক্ষে বিআইএফপিসিএল এর কমিউনিটি ডেভেলপমেন্ট এর অংশ হিসেবে অসহায় ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।
১৪ই জানুয়ারী বৃহস্পতিবার সকাল (৯:৩০)এ রামপাল উপজেলার রাজনগর ইউনিয়ন পরিষদের সবুজ চত্বরে কেসিসি মেয়র তালুকদার আব্দুল খালেক মহোদয় শীতার্ত অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করেন। এসময় মেয়র এক সংক্ষিপ্ত বক্তব্যে আগামী ইউপি নির্বাচনে নৌকার পক্ষে কাজ করার জন্য নেতাকর্মীদের আহ্বান জানান।
বক্তব্যে তিনি বিএফআইসিএল এর বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের ভূহোসী প্রসংশা করেন। এছাড়াও বিএফআইসিএল এর পক্ষ থেকে ১নং গৌরম্ভা এবং ৬নং হুড়কা ইউনিয়ন পরিষদে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন বিএফআইসিএল মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্রজেক্ট এর প্রকল্প পরিচালক শ্রী সুভাষ চন্দ্র পান্ডে,উপ প্রকল্প পরিচালক জনাব, মোঃ রেজাউল করিম; রামপাল উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ মোয়াজ্জেম হোসেন, ভাইস-চেয়ারম্যান মোঃ নুরুল হক লিপন, উপজেলা নির্বাহী অফিসার বাবু সাধন কুমার বিশ্বাস, রাজনগর ইউপি চেয়ারম্যান সরদার আব্দুল হান্নান ডাবলু। এছাড়াও অন্যান্য ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বৃন্দ। এছাড়াও উপস্থিত ছিলেন ইউপি সদস্য সহ আওয়ামী লীগের নেতাকর্মীবৃন্দ।