চট্টগ্রামের মীরসরাই উপজেলার ২টি পৌসভার নির্বাচন আগামী ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে আওয়ামী লীগ ও বিএনপি উভয়ে নিজ দলীয় প্রার্থী মনোনয়ন দিয়েছেন।
মীরসরাই পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের মনোনয়ন পেয়েছেন, পৌরসভা আওয়ামী লীগের সভাপতি, বর্তমান মেয়র মো. গিয়াস উদ্দিন, বিএনপির ধানের শীষ প্রতীক পেয়েছেন পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক নূর মোহাম্মদ। বারৈয়ারহাট পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের মনোনয়ন পেয়েছেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম খোকন ও বিএনপির ধানের শীষ প্রতীক পেয়েছেন পৌর বিএনপির আহ্বায়ক দিদারুল আলম মিয়াজী।
গেলোদিন শনিবার বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির স্থানীয় সরকার নির্বাচন মনোনয়ন বোর্ড মীরসরাই পৌরসভায় মো. গিয়াস উদ্দিনের নাম ও বারইয়াহাট পৌরসভায় মো. রেজাউল করিম খোকনের নাম ঘোষণা করেছে।
দীর্ঘদিন পরে হলেও বারৈয়ারহাট পৌরসভা নির্বাচনে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম খোকন দলের মনোনয়ন পাওয়ায় স্থানীয় নেতাকর্মীদের মধ্যে খুশির আমেজ বইছে।
দলের মনোনয়ন নিশ্চিত হওয়ার পর নিজের প্রতিক্রিয়ায় রেজাউল করিম খোকন বলেন, ‘আমি আমার নেতা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এবং দলীয় সভাপতি জননেত্রী শেখ হাসিনার কাছে কৃতজ্ঞ। ইনশাল্লাহ আগামী ২৮ ফেব্রুয়ারি নির্বাচনে নৌকার জয় নিয়ে দলকে উপহার দিবো’।
অন্যদিকে মীরসরাই পৌরসভা নির্বাচনে বর্তমান মেয়র, পৌর আওয়ামী লীগের সভাপতি গিয়াস উদ্দিন মনোনয়ন পাওয়ায় দলের নেতাকর্মী ও সমর্থকেরা বেশ খুশি। তারা মনে করছেন গত ৫ বছরে গিয়াস উদ্দিন ব্যাপক উন্নয়ন কর্মকা- বাস্তবায়ন করতে পেরেছেন। আগামীদিনে বাকি উন্নয়ন কাজ শেষ করতে পারলে মীরসরাই পৌরসভা নগরায়নের সঠিক পথে অগ্রসর হবে।
নিজের মনোনয়ন প্রাপ্তিতে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মো. গিয়াস উদ্দিন বলেন, ‘দল এবং আমার নেতা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আমাকে সুযোগ করে দিয়েছেন। ইনশাল্লাহ্ আগামী ২৮ ফেব্রুয়ারি নির্বাচনে নৌকা প্রতীকের বিজয় সুনিশ্চিত করে দলকে বিজয় উপহার দিবো।’
উক্তদিন সন্ধ্যায় বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির মনোনয়ন বোর্ড মীরসরাই পৌরসভা নির্বাচনে মেয়র পদে নূর মোহাম্মদ ও বারৈয়ারহাট পৌরসভায় দিদারুল আলম মিয়াজির নাম ঘোষণা করে।
শনিবার রাতে বারৈয়ারহাট পৌরসভা নির্বাচনে ধানের শীষ প্রতীকের প্রার্থী দিদারুল আলম মিয়াজি আঞ্চলিক একটি দৈনিককে বলেন, ‘দীর্ঘদিন রাজনীতি করেছি। এ প্রথম পৌরসভা নির্বাচনে দলের মনোনয়ন পেয়েছি। এটি আমার কাছে বড় প্রাপ্তি। সুষ্ঠু ভোট হলে ইনশাল্লাহ্ ধানের শীষ প্রতীকের জয় কেউ ঠেকাতে পারবে না’।
মীরসরাই পৌরসভা নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী নূর মোহাম্মদ এর সাথে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করলেও সংযোগ মেলেনি।