মোহাম্মদ হাসান, মীরসরাই প্রতিনিধি
মহান বিজয় দিবস উপলক্ষে চট্টগ্রামের মীরসরাইয়ের আবুতোরাব বাজার এলাকায় স্বেচ্ছাসেবী সংগঠন আত্ম ন্যায় প্রতিষ্ঠান ঐক্যবদ্ধ শক্তি ‘হিতকরী’র আয়োজনে আবুতোরাব মধ্যম বাজারে আজ ১৬ ডিসেম্বর বুধবার সকাল ১০টায় পরিচ্ছন্নতা ও বৃক্ষ রোপণ, ‘ দুই দশকে হিতকরী’র পর্দা উম্মোচন হয়। উদ্বোধন করেন আবুতোরাব বাজারের বিশিষ্ট ব্যাবসায়ী, ভূঁইয়া ক্লথ স্টোরের স্বত্ত্বাধিকারী নজরুল ইসলাম ভূঁইয়া, প্রধান অতিথি ছিলেন, মীরসরাই উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এম আলা উদ্দিন।
এরপর মুক্তিযুদ্ধের গল্প শুনি – স্মৃতি কথা ও বিশেষ সম্মাননা প্রদান অনুষ্ঠানের উদ্বোধন করেন ১১ নং মঘাদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন, প্রধান অতিথি মহাকবি বীর মুক্তিযোদ্ধা কাইয়ুম নিজামী, বিশেষ অতিথি চট্টগ্রাম বন্দর উন্নয়ন কর্তৃপক্ষের সাবেক প্রধান প্রকৌশলী ইঞ্জিনিয়ার খায়রুল মোস্তফা, বীর মুক্তিযোদ্ধা মফিজ বাঙালি, নারী উদ্যোক্তা, চট্টগ্রাম উইমেন চেম্বারের সাবেক ভাইস প্রেসিডেন্ট রুহি মোস্তফা।
শেষ পর্বে বিনামূল্যে রক্ত পরীক্ষা ও মাক্স বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন মায়ানী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজ্বী মামুনুর রশীদ, প্রধান অতিথি জাহাঙ্গীর আলম ভূঁইয়া, বিশেষ অতিথি আবুতোরাব উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাওলানা রবিউল হোসাইন নিজামী, সাংবাদিক ও কলামিস্ট মোহাম্মদ হাসান, ব্যাংকার মোঃ আজম খান প্রমূখ।
সংগঠনের সভাপতি মোঃ নিয়াজুল ইসলাম নয়ন এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক ফিরোজ মাহমুদের সঞ্চালনায় ‘উপকার কর, উপকৃত হবে’ এ মন্ত্রে গড়ে ওঠা ‘হিতকরী’ মহান বিজয় দিবস উপলক্ষে দিনব্যাপী কর্মসূচি পালনের মধ্য দিয়ে দিবসটি উদযাপন করেন। মুক্তিযুদ্ধের সকল বীর শহীদ, জাতীয় নেতৃবৃন্দের আত্মার মাগফেরাত কামনা ও দেশের কল্যাণ কামনায় দোয়া মুনাজাতের মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি হয়।