চট্টগ্রামের মীরসরাই উপজেলার আবুতোরাব বাজারে ছাত্রলীগ সভাপতির ব্যাবসায়িক অফিস ফারুক এন্টারপ্রাইজ ভাংচুর ও মোটরসাইকেল জ্বালিয়ে দেয়া দেয়া সহ ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
৭ ফেব্রুয়ারি সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার আবুতোরাব বাজারে একদল উশৃংখল তরুন ছাত্র যুবক অস্ত্রসস্ত্র সহ জয় বাংলা শ্লোগান দিয়ে মায়ানী ইউনিয়ন ছাত্রলীগের সদ্য বিলুপ্ত কমিটির সভাপতি, উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ওমর ফারুক এর ব্যাবসায়িক প্রতিষ্ঠান ফারুক এন্টারপ্রাইজ ভাংচুর করে এসময় সামনে থাকা ছাত্রলীগ কর্মী রায়হানের সহ অপরাপরের তিনটি মটর সাইকেল জ্বালিয়ে দেয়। এসময় ককটেল বিস্ফোরণ করে এলাকায় ভীতিকর পরিস্থিতি তৈরি করে। সাথে সাথে সকল দোকানপাট বন্ধ হয়ে যায় এসময় বিদ্যুৎ চলে যাওয়ায় পুরো এলাকায় এক ভিতিকর পরিস্থিতি তৈরি হয়।
প্রসঙ্গত ৬ ফেব্রুয়ারি শনিবার মীরসরাই উপজেলা ছাত্রলীগের প্রেসআবিজ্ঞপ্তিতে মায়ানী ইউনিয়ন ছাত্রলীগের কমিটি বিলুপ্ত করা হয়।