আব্দুল অদুদ চৌধুরী
(সৌদি আরব মক্কাহ)
মিছে এই মায়ার সংসার
কেউ কারো নয়।
সময় শেষে সবাইকে একদিন
চলে যেতে হয়।
থাকবেনা এই ভবের সম্পদ
হইবে সবই ক্ষয়।
ক্ষনিকের এই মানব জনম
হইলো শুধু অপচয়।
মরণ কথা স্মরণ হয়না
জাগেনা মনে ভয়।
ঈমান আমল ঠিক থাকলে
হইবে ঠিকই জয়।
আব্দুল অদুদ ভেবে তাইতো
করে যায় বিনয়।
বন্ধুয়ার মন যে পাইয়াছে
সে হইয়াছে অক্ষয়।