সাইদ খান
মা তুমি আমার কাছে পৃথিবীর শ্রেষ্ঠ উপন্যাস
মা তোমার মুখের কথা আমার কাছে পৃথিবীর সেরা কবিতা।
মা তুমি আমার কাছে পৃথিবীর সেরা ছবি
মা তুমি আমার সবচেয়ে নিরাপদ আশ্রয় ।
মা তোমার আঁচল যেন প্রখর রোদে শীতল ছায়া
মা তোমার দোয়া আমার সবচেয়ে বড় উপহার
মা তোমার হাতের খাবার যেন অমৃত।
মা তোমার কাছে যত থাকি আরো থাকতে ইচ্ছা হয়
মা তোমার মুখের হাসি যেন পূর্ণ চাঁদের শশী
মা তুমি আমার সবচেয়ে কাছের বন্ধু
মা তোমার কাছে সব কথা বলা যায় নির্ভয়ে।
মা তুমি আমার কাছে কাবা ঘর
মা তুমি আমার কাছে জান্নাত।
তাই খোদার তরে করি মোনাজাত
আমার মা যেন বেঁচে থাকে হাজার দিবা রাত।