রতন বসাক
(উত্তর ২৪ পরগণা,পশ্চিমবঙ্গ,ভারত)
আবার এলো বছর ঘুরে
দেশে বিজয় মাস,
সবাই মিলে স্বাধীন থাকি
এটাই হলো খাস।
দেশের বীর সেনারা করে
পাক সেনার নাশ,
নয় মাসের যুদ্ধ শেষে
স্বাধীন হলো বাস।
ইচ্ছে মতো নিজ জমিতে
কৃষক করে চাষ,
কাজ করছে দেশের লোকে
নয়তো কেহ দাস।
নিজের মতো যেমন খুশি
ছাড়ছি খুলে শ্বাস,
স্বাধীন ভাবে থাকি বলেই
বাড়ছে মনে আশ।
দেশের মাটি মায়ের সমান
প্রণাম করি তাই,
অনেক বেশি দেশের বুকে
শান্তি খুঁজে পাই।