ভাঙা কুটির মাঝে মহারণ্যের হৃদিতলে
বাহ্য আড়ম্বরে অভ্যস্ত আজ সকলে,
অবাস্তবের স্বপ্ন সাগরে ডুবে মরে সবে
অন্তঃসারশূন্য চিন্তা বর্জিত জ্ঞানে।
নিভৃত মনে ছিল যা একদিন
স্পর্শহীনতায় সে হয়েছে আজ মলিন,
শূন্য চেতনা ধায়ে পুরাতন ধারায়
জ্ঞানহীন জীবন চলে আপন খেলায়।
চমৎকৃত হয় সবে মিথ্যার আলোক সম্পাতে
বিস্ময়ে চেয়ে থাকে অন্তহীন অশ্রুপাতে,
চারিদিকে শোনা যায় নীরব বানী
মর্ত্যভূমি নাচে স্পন্দিত কলরবে।
অজ্ঞেয়ের বৈপুল্য শূন্য অগোচর মনে
নিত্য খেলা করে প্রচ্ছন্ন হৃদয় তানে,
সত্যের অন্বেষণ খুঁজে চলে অন্তহীন
মোহ্ মায়ার শেকলে বাঁধা পড়ে যায় নিরবধী।।
আরও পড়ুন