বিথী নন্দী
কাঠামো একই অবয়ব ভিন্ন
মানসিকতার প্রভেদে;
স্বজাতি হয়েও প্রত্যেকেই বিভিন্ন।
কেউ মানুষ,কেউ মুখোশ
কেউ দুর্বল,কেউ শক্তিশালী;
কেউ অভুক্ত,কেউ উপোস
ভোগবিলাসী জাতির নির্ধারক
শ্রেষ্ঠ সৃষ্টির তকমাপ্রাপ্ত চিহ্ন।
কেউ ভালো,কেউ কালো
কেউ অন্ধকার,কেউ আলো
নূন্যতম হিংসা ক্রোধ, সীমাবদ্ধতার মিশ্রণে অদ্ভুত সৃষ্টি
সে মানুষ।