আসমা আক্তার কাজল
যার চোখে রেখে চোখ
আর হৃদয়ের স্নিগ্ধ ভালোবাসা দিয়ে
ভাসিয়েছি শুদ্ধ ভেলা,
জানিনা সে কার অপেক্ষায়
সবুজ মেঠো পথের ধারে
দাঁড়িয়ে থাকা এক মূর্তি মানব দেবতা।
কল্পনা আর ভালোবাসা দিয়ে
ক্যানভাসে চিত্রিত করেছি
যে মানুষটিকে,
আজ তাকে বড় অচেনা মনে হয়।
সেই চির চেনা হাসিতে নেমেছে
নিশুতি রাতের নীরবতা,
স্বপ্ন বিলাসী চোখ আমাকে নয়
অন্য কাউকে খুঁজছে।
যাকে দেব বলে গভীর বিশ্বাস আর ভালোবাসা
সে আজ উন্মাদ
মা-তা-ল প্রেমিক
খোয়াবে দেখা কোনো এক
অচেনা দেবীর জন্য।