মাছি পিঁপড়ের সাথে হয় না আমার দেখা
কি করে করিবো আমি হাতির সাথে দেখা
হাঁটু ভেঙ্গে যায় মহাবিশ্ব খুজে একা
মানবতাবাদী মানুষের সাথে হয় না দেখা
লোভীরা আজ ক্ষমতাশীল একা।
পিঁপড়ে পঞ্চাশ তলাতে উঠেও
পিঁপড়ে থেকে যায়
ব্যস্ত পথে হাঁটু ভাঙ্গে না কেটে যায় সময়
পঞ্চান্ন তলাতে একটি
চিনির দানা নিয়ে উঠে বেড়ায়।
হোক বলি পরীক্ষা দেখা যাক কার কতটুকু অনুরাগ
সাগর সমুদ্র ঢেউ মাটিতে দাঁড়িয়ে গাছ
আমার অস্তিত্ব বিটগাথার নাই হলো কারু কাজ
কি করে আমি করি বাঘের সাথে আলাপ
দুঃখে জড় জড়িত হয়ে আমার বেড়েছে চাপ।
হাতিকে অনুভব করে
মাছি পিঁপড়ে সাথে, সাথে কাটে দিনরাত
শত ঢেউ সমান ছুঁয়েছে আসমান
রক্ত লাল সবুজের মাঠ উপরে উঠে চিল মারে ঢিল
কোথায় আমার পিঠ ঠেকানোর ঠাঁই নাই নরম দিল।
শিক্ষিতরা আজ
যোগ্যতাবান হয়েও পায় না চাকরি
সব কিছু লাগে তুচ্ছ শুধুই নাই ঘুষের বাক্স
মধ্যবিত্তদের স্বপ্ন অনেক বড়
কপাল পুড়ে হয় শূন্যে কেউ নাই তাদের পাশে জন্য।
উপর মহলের পা চেটে চাকরি পেয়ে যায় শুঁয়োপোকা
পূর্ণ হয় না বলি আরো ধার দেনা ঘর
হতে হয় হয়রান শত গরীব অনাহার থাকে না আহার
এটা করব ওঠা করব কেহ নাই পাশে তাহার
চিন্তায় ভেঙে পড়ে উপরে পাহাড়।