কোথায় মাগো গেলে তুমি
আমায় হেঁথা ফেলে,
ভুলেই গেলে,মাগো তুমি
আমি যে তোমার ছেলে?
তারার দেশে থেকে তুমি
খেলছো যে টুকিটুকি,
তুমি ছাড়া এ জীবন টাতে
দেখছি ভীষণ ঝুঁকি।
কেউ তো এখন ডাকে না গো
খেতে বসতে বলে,
বেলা বাড়ে ,রাত্রি ঘনায়
সময় যে যায় চলে।
পিঠের দিনে খাইনা পিঠে
আচার তেলে মুড়ি মাখা
তোমার স্নেহের সকল স্মৃতি,
আজো মনে আঁকা।
পুজোর সময় ঠাকুর দেখা
তোমার হাত ধরে পথ হাঁটা
তুমিও নেই,বাবাও নেই,
গায়ে অনাথ তকমা আঁটা।
মনে পড়ে জ্বরের সময়
থাকতে শিয়রে বসে
শীতের সময় স্নান করাতে
ধরে বেঁধে কষে।
আজকে মাগো সকল স্মৃতি
জীর্ণ হলুদ পাতা,
মাঝে মাঝে যায় খুলে গো
তোমার স্মৃতির খাতা।
আবার যেন আসি মাগো
তোমার সুখের কোলে
এই আশাটা মনের মাঝে
সকল সময় দোলে।।