একদিন নিস্তব্ধতা আসিবে
হৃদয়ের পথচলায়,
সেই দিন দেহখানি
লুটিয়া পড়িবে মাটির তলায়।
জ্বলন্ত চিতায় ছারখার হইবে দেহখানি
মহা শ্মশাণের তীরে,
মুছিয়া যাইবে স্মৃতিটুকু মোর
বসুধার প্রান্তরে।
উত্থালপাথাল কান্নায় থেমে রইবে না
পায়রার উল্লাস,
বিহঙ্গের ঝাঁক নিত্য ফিরিয়া আসিবে নীড়ে,
বসন্তের প্রশান্ত প্রহরে কোকিল পঙ্খি
গাহিবে গান,
বিপণীবিতান ঘিরে।
প্রকৃতি চিরকাল বহমান রইবে
সহস্র প্রাণের মাঝে,
সকলের দিনগুলি কাটিবে
নিত্য নতুন সাজে।।