তানভীর আহমেদ
আজ ১৬ ডিসেম্বর। আমাদের মহান বিজয় দিবস। বিজয়ের ৪৯ বছর পূর্ণ হলোআজ।
বাঙালি জাতির হাজার বছরের শৌর্য-বীরত্বের এক অবিস্মরণীয় দিন। বীরের জাতি হিসেবে আত্মপ্রকাশ করার দিন।
পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামে একটি স্বাধীন ভূখণ্ডের অস্তিত্ব প্রতিষ্ঠার চিরস্মরণীয় দিন। দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী লড়াইয়ের পর লাখোপ্রাণের বিনিময়ে ১৯৭১ সালের আজকের দিনে অর্জিত হয় আমাদের স্বাধীনতা।
আমরা আজ গভীর শ্রদ্ধা আর ভালবাসার সঙ্গে স্মরণ করি সেইসব শহীদদের যাদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছে আমাদের প্রিয় স্বাধীনতা।
স্মরণ করি সেইসব বীর সেনানীদের যারা শোষণ বঞ্চনার অবসান ঘটিয়ে অনাগত ভবিষ্যত প্রজন্মের জন্য একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ উপহার দেয়ার জন্য প্রাণের মায়া ত্যাগ করে লড়াইয়ে অবতীর্ণ হয়েছিলেন।
যেসব বীর নর-নারীর সর্বোচ্চ ত্যাগের বিনিময়ে আমরা আজ স্বাধীন তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা ও শ্রদ্ধা প্রকাশ করি। তাদের রূহের মাগফিরাত কামনা করি।
বাতায়ন24.কম সাহিত্য পত্রিকার পক্ষ থেকে এবং সকল বাঙ্গালী ভাইবোনদের কে জানাই মহান বিজয় দিবসের শুভেচ্ছা। বিজয়ের ৪৯ বছরে প্রত্যাশা একটাই সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ। বাংলাদেশ চিরজীবী হউক।