মরণকে করো স্মরণ. যেদিকেই ফেলো চরণ একদিন যেতেই হবে চলে,
চলনকে করো শোভন. সুকর্ম করো বরণ
সদা চলো ভালোর দলে।
চরিত্রের চির আসন. যেন ছড়ায় কিরণ
তুমি মহৎ সূর্য বলে,
অসৎকে করো বারণ. অকর্ম করো নিধন
স্বপ্ন ঘুমে জাগার কালে।
মরণকে করো স্মরণ. যেদিকেই ফেলো চরণ
একদিন যেতেই হবে চলে,
করে যাও মহৎ সৃজন. রেখে যাও স্মৃতির ভুবন
তুমিই রবে চির কালে।