মন বলি তোরে নিত্য যে আমি
তুই কি আমার চেয়েও দামি?
তুই বলবি কি মোরে কিসের মোহে
তুই নিত্য পাগল পারা, তব দেহে
কিসের এত ছল
কিসের তরে করিস তুই উচ্ছ্বল ছল ছল ।
তুই কি করিতে এসেছিলি ভবে
কি করিয়া গেলি?
তুই সারাটি জনম কাটাইলি আলস্যতে
কামিনী কাঞ্চনালয়ে ।
তুই রহিলি মন অলসে ।
কেন ভাবিলি না তাঁর কথা
যে তোরে পাঠালো এথা ।
একবার ভাবিয়া দেখিস নিরিবিলি
ভবে কি করিতে আসিয়াছিলি
কি করিলি তাঁর কাম।
কি সে দিবসে রহিবে তোর দাম ।
ধনী,গরিব , জ্ঞানী, গুণী
কে তাহারে চিনিবে সে দিন ।
এবে এ কাজ করিয়া চল
এ অনিত্য সংসার ধ্বংসের অধীন ।