মতলব ফাউন্ডেশনের সভাপতির পক্ষ থেকে মতলব উত্তরের ঐতিহ্যবাহী ইন্দুরিয়া উচ্চ বিদ্যালয়ে বাঙ্গালীর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লেখা অসমাপ্ত আত্নজীবনী ও আমার দেখা গনচীন বই দুটি আজ স্কুল সৌজন্য হিসাবে প্রদান করা হয়।
বই প্রদান কালে উপস্থিত ছিলেন মতলব ফাউন্ডেশনের সভাপতি ও আওয়ামি লীগ নেতা আবুল কাশেম পাটোয়ারী,অন লাইন সাহিত্য পোর্টাল বাতায়ন24 এর প্রকাশক আজম পাটোয়ারী।
ইন্দুরিয়া উচ্চ বিদ্যালয়ের পক্ষে বই গ্রহন করেন সহকারী প্রধান শিক্ষক আবদুল মান্নান বিএসসি, আরো উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক জুয়েল রানা,হাজেরা আক্তার ও অন্যান্য শিক্ষকবৃন্দ।
তরুন লেখক আজম পাটোয়ারীর একক কাব্য গ্রন্থ ক্লান্তির মানচিত্র শিক্ষদের জন্য সহকারী প্রধান শিক্ষকের হাতে তুলে দেন লেখক।
এই সময় তারা স্কুলের বিভিন্ন গুরুত্বপূর্ন বিষয় নিয়েও কথা বলেন।