নব দিগন্তে সাহিত্য হোক উন্মোচন এই শ্লোগান কে সামনে রেখে কাজ করে যাচ্ছে, সর্বোচ্চ সাহিত্য ফিচার সমৃদ্ধ অনলাইন সাহিত্য পত্রিকা বাতায়ন24ডটকম
এই অনলাইন পত্রিকার সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করছেন দেশবরেন্য কবি, লেখক, দক্ষ সংগঠক ও মানবাধিকার কর্মী খোরশেদ আলম বিপ্লব।
আজ থেকে পত্রিকাকে আরো সুচারু ও দক্ষ ভাবে পরিচালনার জন্য সম্পাদক মন্ডলির সভাপতি হিসাবে নিয়োগ প্রাপ্ত হলেন, বৃহৎ মতলব প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও মতলব সাংবাদিকতার অগ্রপথিক সূধীজনের প্রিয় মানুষ আবুল কাশেম পাটোয়ারী।
আজ এক ভার্চুয়ালি মিটিংএর মাধ্যমে সম্পাদক পরিষদ এই খবর নিশ্চিত করেন।
তার কাজের দক্ষতা ও দূরদর্শীতা দ্বারা বাতায়ন24 আরো সুন্দর ভাবে সাহিত্য ও চলমান খবরের মাধ্যমে সাধারন মানুষের মনের কথা প্রতিধ্বনীত হবে এবং দেশ ও বাংলা ভাষী সকলে উপকৃত হবে এই আশাবাদ।
বাতায়ন24 পরিবারের পক্ষ থেকে নতুন এই পারিষদকে অভিনন্দন।