চাঁদপুর মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের নির্বাচনে সভাপতি দৈনিক চাঁদপুর সংবাদের বিশেষ প্রতিনিধি লতিফ মিয়াজী, দৈনিক প্রতিদিনের সংবাদ এর সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক দৈনিক আজকালের খবর এর মতলব প্রতিনিধি মমিনুল ইসলাম নির্বাচিত হয়েছেন।
শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত ভোট গ্রহণের মাধ্যমে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
কমিটিতে রয়েছেন যারা সিনিয়র সহ-সভাপতি দৈনিক চাঁদপুর কন্ঠের মতলব উত্তর প্রতিনিধি বাবুল মুফতি, বিশ্ববিদ্যালয় পরিক্রমার মতলব উত্তর প্রতিনিধি আতিকুর রহমান দুলাল, দৈনিক দেশ বার্তার স্টাফ রিপোর্টার আল-আমিন ভূঁইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক নুরানী রেডিও’র ব্যবস্থাপনা পরিচালক ফয়েজুন নুরী আখন রাসেল, দপ্তর সম্পাদক শাহাদাৎ হোসেন, কোষাধ্যক্ষ সালেহ আকরাম, কার্যকরী সদস্য দৈনিক জনতা’র মতলব উত্তর প্রতিনিধি রাকিবুল ইসলাম সোহাগ, জয়যাত্রা টেলিভিশনের মতলব উত্তর প্রতিনিধি জাকির হোসেন বাদশা, আরটিভির মতলব প্রতিনিধি ইস্রাফিল খান বাবু, দৈনিক বাংলাদেশের আলোর স্টাফ রিপোর্টার আবদুল বারী।
মতলব উত্তর উপজেলা প্রেসক্লাব নির্বাচন-২০২১ প্রধান নির্বাচন কমিশনার ছিলেন রাকিবুল ইসলাম সোহাগ, সহকারী কমিশনার ছিলেন- জাকির হোসেন বাদশা, আব্দুল বারি, ইস্রাফিল খান বাবু। মোট ভোটার ছিল ২৭ জন। ১জন সদস্য বিদেশে থাকায় ২৬জন সদস্য ভোটাধিকার প্রয়োগ করে।
ফলাফল ঘোষণা শেষে বিজয়ীরা সাংবাদিকদের কল্যাণে কাজ করার প্রতিশ্রুতি প্রদান করেন।