চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় সোহরাব হোসেন(৫১) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে মতলব উত্তর থানা পুলিশ।
মতলব উত্তর থানা পুলিশ সূত্রে জানা যায়, গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে মতলব উত্তর থানার এসআই মোঃ আব্দুল আউয়াল সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় মাদক উদ্ধার অভিযান, গ্রেফতারী পরোয়ানা তামিল, ডিউটি করাকালে উপজেলার পালালোকদী গ্রামের মাদক ব্যবসায়ী সোহরাব হোসেনকে তার বসত ঘর হইতে গ্রেফতার করা হয়।
মতলব উত্তর থানা অফিসার ইনচার্জ নাছির উদ্দিন মৃধা জানান, আসামী মোঃ সোহরাব হোসেন দীর্ঘদিন ধরে প্রশাসনের চোখকে ফাঁকি দিয়ে অবৈধ মাদক ব্যবসা চালিয়ে আসছিল মর্মে স্থানীয়ভাবে জানা যায়। আসামীর বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।