চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় দেশব্যাপী উন্নয়ন প্রকল্পের আওতায় ৩কোটি ২৪ লক্ষ টাকার প্রকল্পিত মূল্যে কালিপুর বাজারে ২তলা বিশিষ্ট (৪তলা ফাউন্ডেশন) গ্রামীণ বাজার কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।
এসময় উদ্বোধন অনুষ্ঠানে চাঁদপুর -২ আসনের সংসদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব অ্যাডভোকেট নুরুল আমিন রুহুল ইপস্থিত ছিলেন।
বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারী) ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার স্নেহাশিস দাসের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর -২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব অ্যাডভোকেট নুরুল আমিন রুহুল।
মতলব ডিগ্রি কলেজ ছাত্রলীগের সাবেক জিএস রহমত উল্যাহ চৌধুরীর সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গিয়াস উদ্দিন চৌধুরী, সিরাজুল ইসলাম লস্কর, ছেংগারচর পৌর আওয়ামী লীগের সভাপতি হাসান কাইয়ুম চৌধুরী, উপজেলা প্রকৌশলী সাইফুল ইসলাম, উপজেলা যুবলীগের সভাপতি দেওয়ান মোঃ জহির, উপজেলা শ্রমিক লীগের সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক জিএম ফারুক, উপজেলা যুবলীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মহসিন মিয়া মানিক, ঠিকাদার শাহজালাল প্রমুখ।