শেখ হোসনা
তুমি যদি বলো
আমি কাটাব গিরি মরুভূমি
দিনেরাত্রি।
তুমি যদি বলো
আমি আগ্নেয়গিরির লাভাতে
ভিজাব দেহখানি।
যদি তুমি বলো
চৈত্রের দাবদাহে হবো
সূর্যমুখি।
যদি বলো
হবো মাঘমাসি
সাগর কিনারী।
যদি বলো
কাল বৈশাখী বজ্রপাতে
অটল বিজয়া হবো আমি।
যদি বলো
শুনব না তোমার বচন খানি,
দেখবনা তোমার ঐ দেহখানি।
যত কঠিন বলো
নিবো আপন করে
তুমি বললে।
শুধু নেবো না আমি,
যদি তুমি বলো
ভুলিতে তোমাকে।